![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsandhya-mukherjee-20220208093742.jpg)
সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭
নব্বই বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত। আশঙ্কিত ছিলেন চিকিৎসকরা। যদিও সোমবার ভারতের অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, কিংবদন্তি গায়িকা করোনামুক্ত।
সোমবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তার অঙ্গগুলোর সক্রিয়তাও আগের চেয়ে অনেকটাই সন্তোষজনক।