কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কয়েক হাজার বড় গ্রাহকে সীমাবদ্ধ ৩০ এনবিএফআইয়ের ব্যবসা

বণিক বার্তা বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৩

দেশে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কার্যক্রম শুরু হয়েছিল গ্রাহকদের ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় আর্থিক সুবিধা দেয়ার উদ্দেশ্য নিয়ে। তবে যাত্রার পর গত চার দশকেও এনবিএফআইগুলো সেবা প্রদানের ক্ষেত্রে খুব বেশি ভিন্নতা বা বৈচিত্র্য আনতে পারেনি। উল্টো কয়েক হাজার বড় গ্রাহকের মধ্যেই কেন্দ্রীভূত হয়ে পড়েছে বেসরকারি খাতে ৩০ এনবিএফআই প্রতিষ্ঠানের ঋণ ও আমানত কার্যক্রম। এতে প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা নিয়ে ঝুঁকি সৃষ্টির আশঙ্কা করছেন আর্থিক খাতের বিশ্লেষকরা।


বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের বেসরকারি এনবিএফআইগুলোয় রক্ষিত মোট আমানতের ৫৬ দশমিক ২০ শতাংশই ১ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে। এ সীমার মধ্যে রক্ষিত আমানতের পরিমাণ ২৪ হাজার ১৩৩ কোটি টাকা। এ আমানতের উৎস ৫ হাজার ১৯ জন গ্রাহক। প্রতিষ্ঠানগুলোর বিতরণকৃত ঋণের বেশির ভাগই ১ কোটি থেকে ৫০ কোটি টাকা সীমার মধ্যেই। এ সীমার গ্রাহকদের কাছে এনবিএফআইগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ৩৪ হাজার ৩১০ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৬০ দশমিক ৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও