কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপরিষ্কার বালিশের নোংরা কভার থেকে হতে পারে অসুখ! সাবধান হন এখনই...

eisamay.com প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৪

Haven't Washed Bed Sheets In A Year: ঘর-বাড়ি ও নানান আসবাব পত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিষয়টি আমরা সকলেই মনে রাখি। আবার জামা-কাপড়ও ঘন ঘন ধুয়ে ফেলি। তবে এমন কিছু কিছু জিনিস আছে, যার প্রতি আমরা অবহেলা করে থাকি। সেগুলি পরিষ্কার করলেও, তা করি বেশি সময়ের ব্যবধানে। ঠিক এমনটিই আমরা করি বালিশের কভার বা খোলের ক্ষেত্রে। কিন্তু এই অপরিষ্কার খোলে ঘুমালেও যে নানান স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তা কী আপনার জানা আছে?


অনেকের ত্বকের ছিদ্র বা পোর দিনদিন বড় হয়ে যাওয়ার সমস্যা থাকে। তবে কেন এমন হচ্ছে তা আমরা কেউই বুঝে উঠতে পারি না। শুনে অবাক হতে পারেন! অপরিষ্কার বালিশের খোল আপনার ত্বকের ছিদ্র বড় হয়ে যাওয়ার জন্য দায়ী হতে পারে! খুশকি, তেল, নোংরা, ধুলো, ব্যাক্টিরিয়া— এ সবই ত্বকে ছিদ্র ও পিম্পল বাড়িয়ে দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে