মিয়ানমারে জান্তাবিরোধী সন্তানদের সঙ্গে সম্পর্কচ্ছেদের হিড়িক

বিডি নিউজ ২৪ মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৪

প্রকাশ্যে ক্ষমতাসীন জান্তার বিরোধিতা করছে এমন ছেলে, মেয়ে, ভাতিজি, ভাতিজা ও নাতি-নাতনিদের সঙ্গে সম্পর্কচ্ছেদের হিড়িক পড়েছে মিয়ানমারে।


গত তিন মাস ধরে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতটি পরিবার রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে তাদের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে।


মূলত জান্তা সরকারের ভয়েই পরিবারগুলো এমন পদক্ষেপ নিচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।


গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। নভেম্বরে জান্তা সরকার এক ঘোষণায় জানায়, তারা তাদের বিরোধীদের সম্পত্তি জব্দ করবে এবং প্রতিবাদকারীদের আশ্রয় দেওয়ার জন্য লোকজনকে গ্রেপ্তার করবে। এ ঘোষণার পর সেনাবাহিনী বাড়িতে বাড়িতে অভিযান চালানো শুরু করে। 


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও