মির্জা আজমের বক্তব্য ‘অরুচিকর-অসংলগ্ন’

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৯

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, 'চোরকে চোর বললে ভেচকি মারে। আজকে কয়েকটি চোর, চোর সমিতি করে। তারা থ্রেট করে আমাকে, বিবৃতি দেয়। তারা আমার এমপি পদ থেকে পদত্যাগ চায়, ভেচকি মারে। আমি কোনো ভেচকিতে ভয় পাই না।'


গতকাল রোববার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মির্জা আজমের ভাষ্যমতে, দেশের 'সবচেয়ে মেধাবী' শিক্ষার্থীরা বুয়েট–মেডিকেলে ভর্তি হন। কিন্তু সরকারি চাকরিতে আসার পর তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন।


মির্জা আজমের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজনীতিবিদদের আচার-আচরণ একটু সভ্যভব্য হওয়া উচিত। এমন অরুচিকর শব্দচয়ন মির্জা আজমের কাছে আশা করিনি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও