You have reached your daily news limit

Please log in to continue


Salman Khan: নব্বইয়ের দশকে নাচতে ভয় পেতেন সলমন! ফাঁস করলেন তাঁরই এক সময়ের নায়িকা

বলিউডের ‘ভাইজান’ তিনি। তাঁর ছবির প্রথম দিনের প্রথম শো-তে হাততালির বন্যা বয়। পর্দায় তিনি নাচলেই সিটি! এ হেন সলমন খান-ই নাকি এক সময়ে নাচতে ভয় পেতেন! সম্প্রতি সে কথা ফাঁস করলেন তাঁরই এক সময়ের নায়িকা।

সম্প্রতি এক টিভি শো-তে অতিথি হিসেবে গিয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আয়েষা জুলকা এবং মধু। তাঁদের নিয়ে এক মজাদার ক্যুইজে করেন সঞ্চালক আদিত্য নারায়ণ। সেই সূত্রেই উঠে আসে সলমনের প্রসঙ্গ। আয়েষা জানান, এখন যাঁর নাচে মশগুল ভক্তরা, সেই সলমনই নব্বইয়ের দশকে রীতিমতো এড়িয়ে যেতে চাইতেন নাচের দৃশ্য! তাই এখনকার ‘চুলবুল পাণ্ডে’কে দেখে অবাক হয়ে যান আয়েষাই।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন