![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/02/06/7a66109c17ed66c22c013d53401e46e2-61ffe3d04a5b4.jpg)
১০ দিনের ব্যবধানে রূপপুরে ৫ রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে বিদেশিদের জন্য আবাসন প্রকল্প গ্রিনসিটির বহুতল ভবনের কক্ষ থেকে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ভরতনিকভ আলেকজান্ডার (৪৫)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘নিকিম এটোমস্ট্রয়’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, বিদেশি পাসপোর্টধারী ওই রুশ নাগরিক গ্রিনসিটির আবাসিক বহুতল ভবনের একটি কক্ষে থাকতেন। কাজে না যাওয়ায় তাঁর এক সহকর্মী তাঁকে খুঁজতে এসে দেখেন তিনি গ্রিনসিটির ১৫ নম্বর ভবনের ছয়তলায় খাটের ওপরে অচেতন অবস্থা পড়ে আছেন। দ্রুত গ্রিনসিটি প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১০ দিনের ব্যবধানে রূপপুরে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মৃতদেহ উদ্ধার
- রাশিয়ান