প্রাক-বাজেট আলোচনায় যেসব দাবি জানালো অ্যাটকো-নোয়াব

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৮

করোনাকালে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের বাজার বাড়লেও পত্রিকা ও টেলিভিশনের বিজ্ঞাপনের বাজার আশঙ্কাজনক হারে সংকুচিত হয়েছে। এ অবস্থায় সংবাদপত্রের কাঁচামাল কাগজের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ শুল্ক-কর প্রত্যাহার চেয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এছাড়া বর্তমান অবস্থায় সরকারঘোষিত প্রণোদনার অংশবিশেষও চেয়েছেন সংবাদপত্রের মালিকরা। অন্যদিকে সেটটপ বক্স আমদানিতে কর রেয়াত চেয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।


রোববার (৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় দুই সংগঠনের নেতারা এসব দাবি করেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে নোয়াবের পক্ষে প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি এ কে আজাদ। অন্যদিকে অ্যাটকোর পক্ষে প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। নোয়াব সভাপতি বলেন, বিশ্বে প্রিন্ট মিডিয়ার অবস্থা ভালো নয়, বাংলাদেশেও একই অবস্থা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও