কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাঁচতে গিয়ে আত্মহনন: ভাতের বদলে টিউশন

ডেইলি স্টার মোস্তফা কামাল প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১০

আত্মহত্যার আগে মাথায় অস্ত্র তাক করে নিজের নানা কষ্টের কথা ফেসবুক লাইভে জানিয়ে যাওয়ায় রাজধানীর ব্যবসায়ী আবু মহসিন খানের ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ঘটনা। চিত্রনায়ক রিয়াজের শ্বশুর হওয়ায় ঘটনাটির নিউজভ্যালু আরও বেড়েছে। জানা হয়েছে, তার মরে গিয়ে বেঁচে যাওয়াসহ অনেক কিছু। বিদায়ী বছরে আত্মহত্যা করা ১০১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কষ্টের কথা কি জানা হয়েছে? এসব আত্মহননের একেকটি ঘটনাও কি কম বীভৎস ছিল? কে জানে বেদনার কতো কাব্য লুকানো ১০১ আত্মহননের পেছনে?


রিয়াজের শ্বশুরের কষ্টগুলোর মধ্যে ছিল- রোগ, শোক, একাকীত্ব, প্রতারিত হওয়া, ভবিষ্যৎ নিয়ে হতাশা-অনিশ্চয়তা ইত্যাদি। করোনা মহামারিতে ২০২১ সালে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১০১ জন শিক্ষার্থীর আত্মহত্যার চাঞ্চল্যকর তথ্য জানান দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন। তাদের তথ্যটির সোর্স পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম। টেবিল ওয়ার্ক হলেও কাজটি একদম সহজ নয়। তাদের বের করা হিসাব মতে, ১০১ শিক্ষার্থীর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ৬২ জন। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ জন। এ ছাড়া, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যার সংখ্যা ১২। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে এ সংখ্যা ৪। সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৯ জন। এ ছাড়া, জগন্নাথে ৬, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ জন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও