কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইংল্যান্ডের পরবর্তী রাণী ক্যামিলা

ঢাকা টাইমস প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৫

ব্রিটিশ সিংহাসনের পরবর্তী রানি হিসেবে ছেলে প্রিন্স চার্লসের স্ত্রী কর্নওয়াল ক্যামিলাকে মনোনীত করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫২ সালের ৬ ফেব্রয়ারি রাজা জর্জ (ষষ্ঠ) এর মেয়ে এলিজাবেথ ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণ করেন। পরিবারের সদস্যদের নিয়ে রাজপ্রাসাদে কেক কেটে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেন রানি এলিজাবেথ। এক বিবৃতিতে দীর্ঘ সাত দশক তাকে সমর্থন ও সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ দীর্ঘ সময়ে সামাজিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিতে অসাধারণ উন্নতি অবলোকন করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন। ভবিষ্যৎ প্রজন্মও এখনকার মতো সমান সুযোগ-সুবিধা লাভ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন রানি সম্পর্কে বিবৃতিতে এলিজাবেথ বলেন, তিনি চান ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন, তখন ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। ডেইলি মেইল জানায়, ব্রিটিশ সিংহাসনের রাজার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয়। এর অর্থ হলো ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানি ক্যামিলা’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও