You have reached your daily news limit

Please log in to continue


অলিভার কানের রেকর্ড ছুঁলেন নয়ার

অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ম্যানুয়েল নয়ার। বায়ার্ন মিউনিখের এ তারকা গোলরক্ষক বুন্দেসলিগায় পেয়েছেন ক্যারিয়ারের ৩১০তম জয়। অসাধারণ ফুটবল নৈপুণ্যে নয়ার ছুঁয়ে ফেলেছেন স্বদেশী অলিভার কানের রেকর্ড।

নয়ারের রেকর্ড ছোঁয়ার ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ৩-২ গোলে হারিয়েছে আরবি লিপজিগকে। রোমাঞ্চকর এ জয় দিয়ে পরিষ্কার নয় পয়েন্টে এগিয়ে থেকে তালিকায় শীর্ষেই রইল বায়ার্ন।

নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক বায়ার্ন। ম্যাচের ১২তম মিনিটে টমাস মিলারের গোলে লিড নেয় কোচ জুলিয়ান নাগেলসম্যানের দল। মিনিট ১৫ পরই আন্দ্রে সিলভার গোলে সমতায় ফেরে আরবি লিপজিগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন