Lata Mangeshkar: কলকাতার রসগোল্লার মতো মিষ্টি তোমার হাত! বাজনা শুনে বললেন লতা মঙ্গেশকর
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৩
সেটা ১৯৭৭। লতা মঙ্গেশকরের বাবার নামে একটি অনুষ্ঠান হচ্ছে হায়দরাবাদে। সেখানে সংগঠক হিসাবে দেখেছিলাম তাঁকে। নিজেই পৌঁছে যাচ্ছেন বিমানবন্দরে উস্তাদ আলি আকবর খাঁ সাহিবের মতো কোনও শিল্পীকে আনতে। কে কোন হোটেলে রয়েছেন, তা নিজে দেখছেন। চার দিকে নজর। দৌড়ঝাঁপ করছেন। চিন্তা করুন, তত দিনে কিন্তু উনি ‘লতা মঙ্গেশকর’ হয়ে গিয়েছেন।
খ্যাতির শীর্ষে। অথচ, কী পরম দক্ষতায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন, তা দেখলাম। সাত থেকে ১০ দিন ধরে সেই অনুষ্ঠান চলেছিল। সেই অনুষ্ঠানে আমি এক শিল্পীর সঙ্গে সঙ্গত করি। ফলে কাছ থেকে ওঁর ব্যস্ততাটা দেখেছিলাম। তবে সে বার ওঁর সঙ্গে আলাপ করার সুযোগ হয়নি। সেই সুযোগ হল বছর পাঁচেক আগে।সে বারও ওঁর বাবার নামে অনুষ্ঠানে মুম্বই যাই বাজাতে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ১০ মাস আগে
২ বছর, ১০ মাস আগে
২ বছর, ১০ মাস আগে
২ বছর, ১০ মাস আগে
২ বছর, ১০ মাস আগে
জাগো নিউজ ২৪
| ভারত
২ বছর, ১০ মাস আগে
২ বছর, ১০ মাস আগে