আফগানিস্তানে শক্তি বৃদ্ধি করছে টিটিপি
বার্তা২৪
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৭
স্বতন্ত্র সত্ত্বা প্রকাশ করতে শুরু করেছে আফগান তালেবান। এবার তারা সাফ জানিয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান তথা টিটিপি জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। রবিবার(৬ জানুয়ারি) টলো নিউজের একটি প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।
আফগান সংবাদমাধ্যম টলো নিউজকে দেওয়া বিবৃতিতে আফগান তালিবানের মুখপাত্র বিলাল করিমি বলেন, 'আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আফগানিস্তানের পক্ষ থেকে কোনও দেশের নিরাপত্তার প্রতি হুমকি তৈরি হবে না। এটা (তেহরিক-ই-তালেবান) পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। আমাদের দেশে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের উপস্থিতি নেই।'
এদিকে, আখুন্দজাদার সংগঠন যতই দাবি করুক না কেন, বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে রীতিমতো শক্তিবৃদ্ধি করছে টিটিপি।