You have reached your daily news limit

Please log in to continue


খাওয়ার পরই ঠান্ডায় কাঁপছেন? পিছনে এই ৬ কারণ

Feel Colder After Eat: খাওয়া হল সারাদিনের অন্যতম প্রয়োজনীয় একটি কাজ। কারণ খাওয়ার পর শরীরে পাওয়া যায় বল। পাশাপাশি খাওয়ার সময় মুখে ও মনে নতুন স্বাদ আসার গল্প তো রয়েছেই। বেশিরভাগ সময়ই মনে তৃপ্তি ভরে খেলে শরীর ও মন দুইই ভালো থাকে।

খাওয়ার পর বেশিরভাগ সময়ই শরীর লাগে ভালো। এক্ষেত্রে গরম খাবার খেলে বা মশলা যুক্ত খাবার খেলে শরীর গরম লাগে। তবে সবসময় খাবার খেলে শরীর গরম লাগে না। বিশেষত, শীতের দিনে আইসক্রিম বা ওই জাতীয় খাবার খেলে অনেকের লাগে ঠান্ডা। আবার অনেকের খাওয়ার পর শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। হাত, পা ঠান্ডা হতে শুরু করে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন