কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীত মানানোর পোশাক হুডি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১২

আজকাল ভোরে বা সন্ধ্যার পর কিছুটা ঠাণ্ডা অনুভব হওয়ায় বোঝা যায় শীতকাল বেশ চেপে বসেছে। ঋতুর পালাবদলে পোশাকের রঙঢঙেও আসে পরিবর্তন। হালফ্যাশনে হুডি এখন দারুণ জনপ্রিয়। কানঢাকা টুপি দিয়ে শীতকে মানানো যায়; তবে সেকেলে ভাবটা থেকেই যায়।


শুধু হুডটা টেনে মাথা ঢেকে নিলে ফ্যাশনেবল লাগে আর বাড়তি উষ্ণতাও পাওয়া যায়। একটা সময় হুডি ব্যবহার হতো শুধু জ্যাকেটেই। জিপারওয়ালা বা জিপার ছাড়া বড় পকেটসহ হুড থাকত পোশাকে। তবে শুধু জ্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই হুডি, এখন বিভিন্নভাবে হুডি পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও