সুনামগঞ্জের লোকালয়ে বন্য হাতির দল, আতঙ্ক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত অতিক্রম করে সাতটি বন্য হাতি লোকালয়ে প্রবেশ করেছে; এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কয়েকটি গ্রামজুড়ে।
রোববার সকালে হাতিগুলো উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপটিলা জঙ্গলে অবস্থান নেয়। তার আগে হাতির পাল বড়গোপ, মাহরাম, আনন্দপুর, কড়ইগড়া গ্রামের কৃষকদের বোরো জমি, জঙ্গলের গাছগাছালি নষ্ট করে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ সরদার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সকালে সীমান্ত জনপদের মানুষদের হাতি আতঙ্কের খবর পাই। তখনি বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই শহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্য হাতি
- বন্য হাতির আক্রমণ