দেশের ইতিহাসে ভোজ্যতেলের দাম সর্বোচ্চ
দেশের ইতিহাসে ভোজ্যতেলের দাম এখন সর্বোচ্চ। দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিমণ (৩৭.৩২ কেজি) সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৫ হাজার ৮০০ টাকায়। ২০১৯ সালেও এর মূল্য ছিল প্রায় ৩ হাজার ৮০০ টাকা। তিন বছরে মণপ্রতি দাম বেড়েছে প্রায় ২ হাজার টাকা।
অন্যদিকে, গত তিন বছরে পাম অয়েলের দাম প্রতিমণে ৩ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এর বর্তমান বাজার মূল্য ৫ হাজার ৪০০ টাকা, যা ২০১৯ ছিল ২ হাজার ৮০০ টাকা।
আন্তর্জাতিক বাজারে মূল বৃদ্ধির কারণে ভোজ্যতেলের খুচরা বাজারও স্থিতিশীল ছিল না গত দুই বছর। মহামারির কারণে উৎপাদন হ্রাসের পাশিপাশি ডলারের দামও বেড়েছে। অস্থিরতার কারণে দুই বছরে অন্তত ৮ দফা দাম বাড়ানো হয়েছে ভোজ্যতেলের।
চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "খুচরা পর্যায়ে দাম বাড়ানো সমাধান নয়। আমদানির সঙ্গে আনুষাঙ্গিক খরচ কমাতে পারে সরকার। বড় আকারের আমদানির জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে ভর্তুকিও দিতে হবে।"