হাসি কেন সংক্রামক?
www.tbsnews.net
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯
পৃথিবীতে যত ছোঁয়াচে জিনিস আছে, হাসি থাকবে তাদের মধ্যে সবার উপরে।
ধরুন কেউ একটি কৌতুক বলল, যা আদতে একদমই 'ফানি' নয়। তারপরও একজন হাসতে শুরু করার পর, একে একে সেই হাসি ছড়িয়ে পড়ে সবার মাঝে। যারা শব্দ করে হাসে না, তাদের মুখেও এক চিলতে হাসির রেখা ঠিকই লেগে থাকে।
গবেষকরা জানাচ্ছেন, আসলে আমাদের মস্তিষ্কে একটি লাফ জেনারেটর রয়েছে। দেখা গেছে, অন্য কারও হাসির শব্দ কানে যাওয়া মাত্রই সক্রিয় হয়ে উঠছে প্রিমটর কর্টিকাল অঞ্চল, যা আমাদের মুখের পেশিগুলোকে প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রস্তুত করে তোলে।
অবশ্য অস্বস্তিদায়ক বিভিন্ন শব্দও এ অঞ্চলকে সক্রিয় করে তোলে। তারপরও, বিরক্তিকর শব্দ কানে এলে আমাদের মুখে সেই বিরক্তির ছাপ ফুটে ওঠার সম্ভাবনা যতটা, তারচেয়ে হাসির শব্দ কানে আসতে নিজেদেরও হেসে ওঠার সম্ভাবনা বেশি।
- ট্যাগ:
- জটিল
- হাসি তো ফাসি
- দেহের সুস্থতায় হাসি