You have reached your daily news limit

Please log in to continue


ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

নর্থ অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে খেলতে নামা ইংল্যান্ড দলকে ৪ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ভারতের যুবারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৮৯ তুলে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৪ বল এবং ৪ উইকেট থাকতেই জয় নিশ্চিত হয় ভারত অনূর্ধ্ব-১৯ দলের।

 

যুব বিশ্বকাপের গত আসরে বাংলাদেশের কাছে শিরোপা হারলেও আগেই চার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারা প্রথবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ২০০০ সালে। এরপরে যুব বিশ্বকাপে আরও দশটি আসর অনুষ্ঠিত হয়েছে। সেখানে মোট সাতবার ফাইনালে উঠেছে তারা। এরমধ্যে ২০০৮, ২০১২ এবং ২০১৮ সালে শিরোপাও জিতেছে। আর ২০০৬, ২০১৬ এবং ২০২০ শিরোপা জিততে ব্যর্থ হয় ভারতে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন