ভাস্কুলার টিউমার কী, চিকিৎসায় করণীয়
যুগান্তর
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫
মেরুদণ্ডের রক্তনালীতে কোনো টিউমার হলে সেটিকে আমরা ভাস্কুলার টিউমার বলি। প্রকারভেদ করার সময় আমরা কিন্তু সবগুলো টিউমারের নাম বলিনি। কারণ এটিকে সুনির্দিষ্টভাবে টিউমার বলা হয় না।
এটি একটি ভাস্কুলার লেসন। এটিকে স্পেস অক্যুপায়িং লেসন বলা হয়। তাই মেরুদণ্ডের টিউমারে এ রোগের কথা সরাসরি বলা হয় না। কিন্তু স্পেস অক্যুপায়িংয়ের কথা এলে ভাস্কুলার লেসনগুলোর কথা বলতে হবে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সৌমিত্র সরকার জানিয়েছেন বিস্তারিত।