You have reached your daily news limit

Please log in to continue


স্কুইড গেম, কে-ড্রামা ও কে-পপের পর, বিশ্বজুড়ে ঝড় তোলার অপেক্ষায় কোরিয়ান ওয়েবটুন

প্রযুক্তিজগৎ সম্পর্কে আপনার খুব ভালো ধারণা রয়েছে? তারপরও, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উপার্জন করা অ্যাপটির নাম আপনার না শোনার সম্ভাবনাই বেশি!

পিকোমা, একটি ডিজিটাল মাঙ্গা সাবস্ক্রিপশন সার্ভিস। ২০২১ সালে টিকটক ও ইউটিউবের পর তারাই ছিল সবচেয়ে বেশি লাভ করা নন-গেমিং অ্যাপ — এমনটিই জানাচ্ছে মার্কেট ইন্টেলিজেন্স কোম্পানি, সেন্সর টাওয়ার। তাদের হিসেব অনুযায়ী, সেরা তিনের তালিকায় জায়গা পায়নি অ্যামাজনের মতো মোবাইল কমার্স কিংবা অন্যান্য জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপও।

২০১৬ সালে যাত্রা শুরু করে পিকোমা। আর গত অক্টোবরে, মাত্র ছয় বছরেরও কম সময়ের মধ্যে, অ্যাপটির ট্রানজেকশন বা ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার। নিঃসন্দেহে এটি অসাধারণ এক অর্জন, কেননা এখন পর্যন্ত বিশ্বব্যাপী মাত্র ১৫টি নন-গেমিং অ্যাপই ১ বিলিয়ন ডলার ট্রানজেকশনের মাইলফলক স্পর্শ করতে পেরেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন