10 Minutes Running: মনখারাপ কেটে যাবে দশ মিনিটের দৌড়েই, দাবি গবেষণায়
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪
বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় জাপানের একদল গবেষক জানালেন, দশ মিনিট দৌড়ে নিলেই ভাল হয়ে যেতে পারে মন।
প্রখ্যাত বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় জাপানের একদল গবেষক জানালেন, মস্তিষ্কের যে অংশ থেকে মানুষের মেজাজ নিয়ন্ত্রিত হয়, দশ মিনিট একটানা দৌড়ালে সেই অংশে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যাতে ভাল হয় মেজাজ। গবেষকরা এই পরীক্ষায় ব্যবহার করেছেন রক্তের নমুনা ও ইনফ্রারেড স্পেক্ট্রোস্কোপি।