Gujarat: মাথায় আঘাত, চড়! আয়ার অত্যাচারে সঙ্কটে আট মাসের শিশু, ভিডিয়ো দেখে স্তম্ভিত বাবা-মা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৭

ক্রমাগত চড়-থাপ্পড়। বিছানায় মাথা ঠেসে ধরে কান্না থামানোর চেষ্টা। আট মাসের শিশুর উপর আয়ার অত্যাচারের এমন নৃশংস দৃশ্য দেখে সিসিটিভি ফুটেজে দেখে স্তম্ভিত বাবা, মা। গুজরাতের সুরত জেলার রান্দার পালানপুর পাটিয়ায় ঘটনাটি ঘটেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ বর্তমানে নিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ওই শিশু।


 

 

ওই শিশুর বাবা, মা দু’জনেই চাকরি করেন। বাচ্চার দেখভালের জন্যই মাস তিনেক আগে কোমল চন্দলেকর নামে ওই আয়াকে কাজে রেখেছিলেন দম্পতি। তাঁরা জানান, প্রথম দিকে সবই ঠিক ছিল। কিন্তু সম্প্রতি প্রতিবেশীরা ওই দম্পতিকে জানান, তাঁরা কাজে বেরিয়ে যাওয়ার পর থেকেই বাড়ি থেকে শিশুর কান্নার শোনা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও