মেঝে ঝকঝকে হবে বাসন মাজার সাবানে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫২
বাড়িতে টাইলস অথবা পাথর বসানোর শখ থাকে অনেকেরই। কিন্তু তার রঙ যদি হয় সাদা, তবে সেই মেঝে ময়লা হওয়ার সম্ভাবনাও থাকে অনেকটাই বেশি। নিয়মিত পরিষ্কার করলেও এই ধরনের মেঝের দাগ তোলা সহজ নয়। এ বার এই টাইলস বসানো মেঝের দাগ তোলার জন্য এক অভিনব পন্থার সন্ধান দিলেন অস্ট্রেলিয়া নিবাসী এক মহিলা।
জ্যাকি নামক ওই মহিলা জানিয়েছেন, ঘর মোছার জন্য তিনি ব্যবহার করছেন বাসন মাজার সাবান! এক দিন হঠাৎ করে ঘর মোছার জলে বাসন মাজার সাবান পড়ে যাওয়ার পরই বিষয়টি সম্পর্কে অবগত হন তিনি। সাধারণত ঘর মোছার জন্য যে ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার তুলনায় নাকি কয়েকগুণ ভাল কাজ করে এটি।