খাওয়ার সময়ও পরা যাবে যে মাস্ক
প্রথম আলো
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৬
করোনা মহামারির কারণে গত দুই বছরে মানুষের জীবনের দৈনন্দিন অংশ হয়ে গিয়েছে মাস্ক। অতিমারিতে সংক্রমণ ঠেকাতে মাস্ক পরে বেড়ানোটা অত্যন্ত জরুরি। গত দুই বছরে তাই মাস্কের ব্যবহার বেড়েছে বিপুল পরিমাণে।
মাস্ক নিয়ে নানা পরীক্ষা–নিরীক্ষাও হয়েছে। কিন্তু এবার সব মাস্ককে পেছনে ফেলে নজর কেড়েছে দক্ষিণ কোরিয়ার একটি মাস্ক। আশ্চর্য এই মাস্কের নাম ‘কোস্ক’। এ মাস্কে নাক-মুখ একসঙ্গে ঢাকা থাকে না। ঢাকা থাকে কেবল নাকটুকুই। এটি অনেক জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ার এ আজব মাস্ক নিয়ে আবার সমালোচনাও আছে।