২৪ ঘণ্টায় পাঁচ উপ‌দেষ্টার পদত্যাগ, গুঞ্জন বরিসকে নিয়ে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০২

২৪ ঘণ্টার ম‌ধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ব‌রিস জনস‌নের পাঁচ উপ‌দেষ্টা একে একে পদত্যাগ করেছেন। সর্বশেষ শুক্রবার অপরা‌হ্নে পদত্যাগ ক‌রেন এলেনা নারোজান‌স‌কি। মাত্র একদিনের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডাউনিং স্ট্রিটের উপদেষ্টাদের এই পদত্যাগে রাজনী‌তিতে নতুন নাটকীয়তার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সকাল থে‌কে আবহাওয়ার তাপমাত্রা যত কমে আসতে থাকে তত যেন খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উত্তাপ ছড়া‌চ্ছে।


করোনাকালে নিয়ম ভেঙে পার্টি করা নিয়ে বরিস জনসন খোদ দ‌লের ভেত‌রে প্রবল চাপে আছেন। দলের অন্দরে ও বাইরে তার ইস্তফার দাবি উঠেছে। এই অবস্থায় তার চিফ অব স্টাফসহ চারজন সহকারী বৃহস্পতিবার পদত্যাগ করেন। প্রথমে তার ডিরেক্টর অব কমিউনিকেশন জ্যাক ডয়েল ও পলিসি প্রধান মুনিরা মির্জা ইস্তফা দেন। পা‌কিস্তানি বং‌শোদ্ভুত মু‌নিরা দীর্ঘদিন ধ‌রে ব‌রি‌সের সঙ্গে কাজ করে আসছিলেন। এরপর পদত্যাগ করেন চিফ অব স্টাফ ড্যান রসেনফিল্ড। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল ব্যক্তিগত সহকারী মার্টিন রেনল্ডসও পদত্যাগ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও