Ghost: ক্যামেরায় ধরা পড়ল ভূত! দাবি ঘিরে শোরগোল
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১০
ভূতে বিশ্বাস করেন? এই প্রশ্নটা করলে কেউ বলবেন হ্যাঁ, আবার অনেকেই বলবেন, না। তবে ভূত নিয়ে চর্চা অজ পাড়াগাঁ থেকে অত্যাধুনিক শহর এবং প্রগতিশীল সমাজেও হয়। এমনকি ভূত ধরার জন্য বিভিন্ন জায়গায় ‘ভূত শিকারি’দেরও অভাব নেই।
তেমনই লন্ডনের এক দল ‘ভূত শিকারি’ সম্প্রতি দাবি করেছেন, লাইভস্ট্রিম করার সময় লিঙ্কনশায়ারের একটি ভূত ক্যামেরায় ধরা পড়েছে। সেই ছবি তাঁরা প্রকাশ্যেও এনেছেন। যা নিয়ে নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে।
- ট্যাগ:
- জটিল
- ভূত
- ভাইরাল ভিডিও