লিউকোমিয়া চিকিৎসার নতুন দ্বার উন্মোচন

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৮

রূপান্তরিত রোগ প্রতিরোধ কোষের মাধ্যমে এক দশকের প্রচেষ্টায় লিউকোমিয়া থেকে সেরে উঠেছেন দুই রোগী। সুস্থ হওয়ার পর এখনো তাঁদের মধ্যে লিউকোমিয়া ফিরে আসেনি। সম্প্রতি এক গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি করেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজের নোভারটিস ইনস্টিটিউট ফর বায়োমেডিকেল রিসার্চের গবেষকেরা।


গবেষণায় বলা হয়েছে, কাইমেরাক অ্যান্টিজেন রিসেপটর টি-সেল (সিএআর-টি) থেরাপি দীর্ঘস্থায়ী লিম্ফোসাইটিক লিউকোমিয়ার জন্য একটি নিরাময়মূলক পদ্ধতি হতে পারে। চলতি সপ্তাহে গবেষণার বিষয়টি নিয়ে গবেষকেরা জানান।


সিএআর-টি থেরাপি হলো একটি ইমিউনোথেরাপি চিকিৎসা, যা ক্যানসারকে ধ্বংস করতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতাকে কাজে লাগায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও