পাহাড়ে অনেক ষড়যন্ত্র কাজ করে: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য তিন জেলায় অনেক ধরনের ‘ষড়যন্ত্র’ কাজ করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সরস্বতী পূজায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার সকালে ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে পাহাড়ে সাম্প্রতিক রক্তক্ষয় নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি দলের গোলাগুলিতে বুধবার রাতে এক সেনা সদস্যসহ চারজন নিহত হয়। এই ঘটনার জন্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করা হলেও সংগঠনটি তা অস্বীকার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা মনে করি, এর ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। তিন জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান) যেখানে সেনাবাহিনীর ক্যাম্প ছিল, সেখানে পুলিশ বাহিনী শান্তি শৃঙ্খলার জন্য খুব শিগগিরই পাঠাব।”
এ সময় বিদেশে ‘লবিস্ট নিয়োগের বিতর্ক’ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “আমরা যেটা করছি, এই লবিস্ট কীভাবে এখান থেকে টাকা পাঠাল, সেটা খুঁজে বের করছি। যারা টাকা পাঠিয়েছেন, তারা ষড়যন্ত্রের অংশীদার এবং খুব শিগগিরই তাদের জনসম্মুখে আনব।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে জড়িত নয়।
“বাংলাদেশে কেউ গুম হয় না, কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসছে।”