স্থূলতায় ভুগছে করোনায় ঘরবন্দী শিশুরা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৩
প্রায় দেড় বছর পর ছেলে-মেয়েরা ক্লাসে ফেরায় স্বস্তি এসেছিল অভিভাবকদের মনে। কিন্তু সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের হানায় ফের তালা পড়েছে স্কুলে। আগের মতোই ঘরবন্দী হয়ে পড়েছে শিক্ষার্থীরা। করোনায় বদলে যাওয়া জীবনযাপনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলপড়ুয়া শিশু-কিশোরেরা। দীর্ঘ সময় ঘরে বসে থাকা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আসায় স্থূলতা বেড়েছে তাদের মধ্যে।
শিশুদের অতিরিক্ত ওজন ও স্থূলতা তাদের স্বাস্থ্যের জন্য রীতিমতো ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
এমনিতে দেশের শহরাঞ্চলে শিশুদের শারীরিক অনুশীলনের ব্যবস্থা নেই। যতটুকু নড়াচড়া ছিল, তা-ও হতো স্কুলে আসা-যাওয়াকে ঘিরে। কিন্তু স্কুল বন্ধের পর ঘরবন্দী হয়ে পড়ায় সে সুযোগ আর নেই। এ অবস্থায় শিশুসন্তানের স্বাস্থ্য নিয়ে অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।