You have reached your daily news limit

Please log in to continue


কোটি কোটি টাকায় নির্মিত ম্যাটসের ভবন রয়েছে খালি

মাদারীপুরে কোটি কোটি টাকায় নির্মিত মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভবনগুলো দুই বছর ধরে খালি পড়ে আছে।

২০১৬ সালে নির্মাণ কাজ শুরু হয়ে এসব ভবনের কাজ শেষ হয় ২০১৮ সালে। পরবর্তীতে একটি বালক হোস্টেলও নির্মাণ করা হয়, যা এ বছর শেষ হয়েছে।

এসব ভবনে এখন শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারনায় প্রাণবন্ত থাকার কথা থাকলেও নানা প্রশাসনিক জটিলতায় ভবনগুলোতে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে না।

স্থানীয়রা বলছেন, এই ম্যাটসটি চালু হলে দেশের স্বাস্থ্য শিক্ষা ও সেবা দেওয়ায় বড় ধরনের ভূমিকা রাখবে। তবে কর্তৃপক্ষ বলছে, ম্যাটসটি চালু করার জন্য দ্রুত তারা উদ্যোগ গ্রহণ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন