দিনাজপুর রেলে দুইমাসে ৫ দুর্ঘটনা
দিনাজপুরের রেললাইনে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। গত দুই মাসে জেলায় ছোট বড় নিয়ে পাঁচটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন তিনজন এবং আহত হয়েছেন ট্রেনচালকন। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের বগি। অরক্ষিত রেলগেট, রেলক্রসিংয়ে গেটম্যানদের দায়িত্ব পালনে অবহেলা ও দুর্বল রেললইনের কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ ২ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের ওপর রেলগেটে বেরিয়ার না থাকায় দড়ি টানিয়ে গেট বন্ধ করা হয়। রশি দেখতে না পেয়ে লাইনের ওপর উঠে যায় এক প্রাইভেটকার। একই সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রেলগেটটি অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।