ভূমিহীনের ঘর পেয়েছেন, থাকেন বিলাসবহুল বাড়িতে
দেশের প্রায় ১০ লাখ ভূমিহীন মানুষের চাওয়া খাওয়া–পরার বাইরে তাদের মাথার ওপর অন্তত এমন একটা চালাবিশিষ্ট পরিকাঠামো থাকুক, যাকে অন্তত বাস্তুবিদ্যার সংজ্ঞায় ঘর বলে চালানো যায়। ‘যেখানে খুশি সেখানে’ না গিয়ে সেই ঘরে তারা একটু থিতু হওয়ার স্বপ্ন দেখেন। সরকার এই ভূমিহীনদের আশ্রয়ের কথা মাথায় রেখে তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।
জমিজমা নেই, এমন পরিবারগুলোকে খাস জায়গায় ঘর তুলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু যখন এগুলো ঘিরে প্রতারণা, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতি হয়, তখন প্রকৃত সেবাপ্রার্থীরা বঞ্চিত হয়। ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে এই ধরনের অনিয়মের খবর পাওয়া গেছে। এই ইউনিয়নের এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের কাছে টিআর, কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় ঘরের বরাদ্দ এলে তিনি তা কোনো গৃহহীনকে না দিয়ে দিয়েছেন তারই আপন বোনকে, যার রয়েছে তিনতলা বিলাসবহুল বাড়ি।