বাংলাদেশে সরাসরি কয়লা রপ্তানি করতে চায় কোল ইনডিয়া
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৮
কয়লা উত্তোলন ও পরিশোধনে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি কোল ইনডিয়া লিমিটেড বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে সরাসরি কয়লা রপ্তানির পরিকল্পনা করছে বলে খবর দিয়েছে রয়টার্স।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বহু দশক ধরে কেবল অভ্যন্তরীণ বাজারে কয়লা সরবরাহ করে আসা রাষ্ট্রায়ত্ত কোম্পানি কোল ইনডিয়া একটি খসড়া নীতিমালা ভারতের কয়লা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছে। সেখানে বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানেও কয়লা রপ্তানির পরিকল্পনার কথা বলা হয়েছে।