কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জার্মানিকে পাল্টা জবাব: ডয়েচে ভেলের সম্প্রচার বন্ধ রাশিয়ায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১২

ইউরোপে রুশ টিভি নেটওয়ার্ক আরটি’র জার্মান চ্যানেল নিষিদ্ধ হওয়ার জবাবে জার্মানির রাষ্ট্রপরিচালিত সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলের (ডিডব্লিউ) প্রচার বন্ধ করে দিয়েছে মস্কো। বাতিল করা হয়েছে জার্মান সংবাদমাধ্যমটির মস্কো ব্যুরোর সব সাংবাদিকের অ্যাক্রিডেশনও। অদূর ভবিষ্যতে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ আসবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ সরকার।


বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রথম ঘোষণা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, রাশিয়ার ভেতরে ডিডব্লিউর স্যাটেলাইট ও সব ব্রডকাস্টিং অধিকার বাতিল করা হচ্ছে। এখন থেকে দেশটিতে ডয়েচে ভেলেকে ‘ফরেন এজেন্ট’ হিসেবে দেখা হবে।


ডয়েচে ভেলে মস্কোর এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ ও ‘পুরোপুরি অতিরঞ্জিত প্রতিক্রিয়া’ মন্তব্য করে তীব্র সমালোচনা করেছে। জার্মান সরকার বলছে, রাশিয়ার এ পদক্ষেপ অগ্রহণযোগ্য এবং এর সঙ্গে আরটি’র ওপর বার্লিনের নিষেধাজ্ঞার কোনো তুলনায় চলে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও