![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/Feb/1643958686_food-1.jpg)
কোন খাবার বাড়িয়ে দেয় ক্যানসারের ঝুঁকি
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১৪
অতিমারির এই সময়ে ক্যানসার নিয়ে আলোচনা কম হয়। তার মানে এমন নয় যে ক্যানসারের আশঙ্কা কমেছে। বরং বাড়ছেই। তাই সতর্ক থাকা ছাড়া উপায় নেই।
সব সময়ে যে ক্যানসারের কারণ বোঝা যায়, তেমন নয়। তবু চিকিৎসকরা পরামর্শ দেন, জীবনধারায় কিছু বদল আনতে, যাতে খানিকটা হলেও কমে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি।
বিশ্বের নানা দেশের গবেষকরা দেখেছেন, কয়েকটি ধরনের খাবার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সে সব বিষয়ে বারবার সতর্ক করা হয়ে থাকে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- খাবার
- ক্যান্সার ঝুঁকি