এবার চাকরি খোয়ালেন ইংল্যান্ড কোচ
এনটিভি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০০
ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস গত বুধবার চাকরি হারান। এর একদিন পর বরখাস্ত হন ইংল্যান্ড জাতীয় দলের কোচ ক্রিস সিলভারউডও। অ্যাসেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ড ক্রিকেটে বদল অনিবার্য ছিল। শেষ পর্যন্ত তাই হচ্ছে।
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বা কোচ, সবার পারফরম্যান্সই অ্যাসেজের ওপর ভিত্তি করে বিচার করা হয়। পাঁচ ম্যাচের সিরিজে একটি ম্যাচ কোনোমতে ড্র করে, বাকি চার ম্যাচে বাজেভাবে হারের পর কোচের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিল। ট্রেভর বেলিসের সহকারী হিসাবে যোগ দেওয়ার পর ২০১৯ সালের বিশ্বকাপের পর প্রধান কোচের দায়িত্ব পান সিলভারউড। প্রায় তিন বছর সেই ভূমিকায় কাজ করার পর চাকরি হারালেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- বরখাস্ত
- ক্রিস সিলভারউড