প্রবীণদের নিঃসঙ্গতা রোধে যা করণীয়
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৬
মানুষ সামাজিক প্রাণী। একাকী বসবাসে অভ্যস্ত নয়। আদম (আ.) জান্নাতের সুখশান্তিতে বসবাস করেও একাকিত্ব অনুভব করেন। তাঁর সঙ্গিনী আদি মাতা হাওয়াকে সৃষ্টি করার পর আদমের একাকিত্ব দূর হয় এবং মন ভালো হয়ে যায়। এটাই সৃষ্টির অমোঘ নিয়ম।
ছেলেমেয়েদের বিয়ে-শাদি দেওয়ার পর এবং চাকরি বা কাজকর্ম থেকে অবসরের পর মানুষ একা হয়ে যায়। তখন স্বামী বা স্ত্রী মারা গেলে তার সঙ্গী/সঙ্গিনী বিপাকে পড়ে যায়, একাকী হয়ে যায়। মেয়েদের বিয়ে দেওয়ার পর স্বামীর বাড়ি চলে যায়। তাই যাদের একটি মাত্র ছেলে কিংবা ছেলেই নেই, তারা বেশি সমস্যায় পড়ে যায়। ছেলের বউয়ের আচরণ খারাপ হলে সমস্যা আরো বেড়ে যায়।
- ট্যাগ:
- লাইফ
- নিঃসঙ্গতা
- বয়োবৃদ্ধ পিতামাতা