আসুন ভালো রাখি, ভালো থাকি
কোটি মানুষের স্বপ্নের শহর, সংগ্রাম ও অস্তিত্ব টিকিয়ে রাখার শহর রাজধানী ঢাকা। সব সুযোগ সুবিধা, ব্যবসা, কর্মসংস্থান, রাজনৈতিক কর্মকাণ্ড ঢাকাকেন্দ্রিক হওয়ায় এবং গ্রামাঞ্চলে বেকারত্ব ও দারিদ্রতা বাড়তে থাকায় সব শ্রেণির মানুষ ঢাকামুখী হচ্ছে। ফলে এই ঢাকা শহরেই কোটি মানুষের বসবাস। যে নগরীতে কোটি প্রাণের বেঁচে থাকার ভরসা, যেই নগরী বাংলাদেশের প্রাণ, সেই নগরীই আজ নানামুখী হুমকির মুখে। রাজধানী ঢাকা সেই বসবাসের অযোগ্য নগরী হিসেবে গণ্য হয়েছে। নানা সমীক্ষণে বারবার খারাপ দিকগুলোর শীর্ষস্থানে অবস্থান করছে, যা ঢাকায় অবস্থানরত মানুষদের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। সম্প্রতি দেখা যায় যে, রাজধানী ঢাকা প্রায়ই দূষিত শহরের তালিকায় এক নম্বরে আসছে।