কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দ্রুত অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে রূপগঞ্জে

বণিক বার্তা রূপগঞ্জ প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৩

রাজধানীতে জমির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। গত কয়েক বছরে শিল্পায়নের সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে বাড়ছে এখানকার জনসংখ্যাও। সুযোগ পেয়ে ভিড় জমিয়েছে আবাসন খাতের প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক ও ভুইফোঁড় অনেক ব্যবসায়ী। অপরিকল্পিত শিল্পায়ন ও আবাসন ব্যবসার সম্প্রসারণে অত্যন্ত দ্রুতগতিতে কংক্রিটে আচ্ছাদিত হয়ে পড়ছে জনপদটি। চলতি শতকের শুরুতেও এখানে কংক্রিটে আচ্ছাদিত ভূমির পরিমাণ ছিল ১৯৭ হেক্টর। এরপর গত দুই দশকে এখানে কংক্রিটে আচ্ছাদিত ভূমির আয়তন বেড়েছে প্রায় ৮০০ শতাংশ।


স্থানীয়রা বলছেন, ঢাকায় জমির দাম এখন আকাশচুম্বী। রাজধানীসংলগ্ন এলাকা হিসেবে শিল্প মালিক ও আবাসন খাতের ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে রূপগঞ্জ। এক সময় এখানে ইটের ভাটা ছিল অনেক বেশি। সে সময় ফসল হতো অনেক কম। বর্তমানে ইটের ভাটার সংখ্যা কমে এলেও পরিস্থিতির পরিবর্তন ঘটানো যায়নি। বরং এখানকার শিল্পায়ন বৃদ্ধি ও আবাসন ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নগরায়ণও হচ্ছে দ্রুতগতিতে। একই সঙ্গে কমে আসছে রূপগঞ্জের সবুজ আচ্ছাদিত এলাকার পরিমাণও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও