মহামারিতে দরিদ্র হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিরা
ব্রিটেনে মুদ্রাস্ফীতি গত ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিত্যপণ্যের উচ্চমূল্য ভোক্তাদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে সুদের হার আরেক দফা বাড়ানোর চাপে রয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। এই ফেব্রুয়ারি মাসেই বর্ধিত সুদের হার কার্যকর করতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংকটি।
ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের সবশেষ হিসেবে দেখা গেছে, করোনার তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। ১৩ জুন ২০২১ থেকে শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষ ও নারীদের তুলনায় ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে ভাইরাসের ঝুঁকি ছিল যথাক্রমে ৪.৪ এবং ৫.২ গুণ বেশি। সব মিলিয়ে প্রায় ৯ লাখ মানুষের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এখন সংকটে রয়েছে।