কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০ বছর পর পরিবারে জন্মেছে মেয়ে, রাজকন্যার মতো ঘোড়ার গাড়িতে বাড়ি আনলেন দাদু

www.sangbadpratidin.in আহমেদাবাদ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৭

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে আসতে চলেছে একরত্তি। একথা ভাবলেই পরিবারের সকলের যেন মন ভাল হয়ে যায়। তবে কোনও কোনও পরিবার আজও পুত্র নাকি কন্যাসন্তানের জন্ম দিতে চলেছেন হবু মা, তা নিয়ে বিস্তর কাটাছেঁড়া করে। কন্যাসন্তান (Baby Girl) জন্মালে মুখ ফ্যাকাসে হয়ে যায় বহু পরিবারের সদস্যদের। বর্তমান যুগে দাঁড়িয়েও লিঙ্গবৈষম্যের ধ্বজাধারীদের যেন সপাটে চড় কষালেন আহমেদবাদের আসরানি পরিবার। সদ্যোজাত কন্যাসন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার এলাহি আয়োজন অবাক করল প্রায় সকলকেই।


ঘটনাটি ঠিক কী? গত ২৯ জানুয়ারি আহমেদাবাদের হাতকেশ্বরের নরেন্দ্র আসরানির বাড়িতে আনন্দের জোয়ার আসে। কারণ, ওইদিনই পরিবারের একমাত্র কন্যাসন্তান জন্মায়। পরিবারের অন্যান্যদের দাবি, পরিজনদের অনেকেই বাবা-মা হয়েছেন। তবে কন্যাসন্তান জন্মায়নি। ২০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্মানোয় অত্যন্ত খুশি তাঁরা। হাসপাতাল থেকে সুখবর পাওয়ার পর সদ্যোজাতর দাদুর আনন্দের যেন বাঁধই মানছে না। প্রায় সঙ্গে সঙ্গে তাঁর পরিচিত বন্ধুবান্ধবদের ফোন করেন। নাতনিকে কীভাবে স্বাগত জানাবে, সেই পরিকল্পনা করতে থাকেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে