খুনের আগে ও পরের মনস্তাত্ত্বিক গল্প নিয়ে...
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৬
খুনিকে ধরা নয়, বরং খুনের আগে ও পরে এর সঙ্গে জড়িতদের মানসিক অবস্থা কেমন থাকে, কোন পরিস্থিতিতে একজন আরেকজনকে খুন করে, এমন একটি নৃশংসতায় কেন মানুষ জড়ায়- গল্পের ছলে এসব খোঁজার চেষ্টা হলো এবার।
হাসনাত বিন মতিনের চিত্রনাট্যে এমন গল্প নিয়ে ছয় পর্বের ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’ নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। বিঞ্জ অ্যাপের জন্য নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক আর বি প্রিতম।