![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F318ef985-959d-420a-97e3-c5c717158a5e%252Fcolorectal_cancer_awareness_169254752.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
দেশের পুরুষদের যে ক্যানসার সবচেয়ে বেশি হয়
প্রথম আলো
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৮
১. কোলন ও পায়ুপথের ক্যানসার
এ ক্যানসার পুরুষদের বেশি হয়। আর রক্ষণশীল মানসিকতার কারণে নারীদের অনেক দেরিতে শনাক্ত হয়।
কোলন বা বৃহদন্ত্রের ক্যানসার দীর্ঘদিন কোনো উপসর্গ ছাড়াও থাকতে পারে। তবে ওজন হ্রাস, খাবারে অরুচি, ফ্যাকাশে হয়ে যাওয়া বা রক্তশূন্যতা, কালো আলকাতরার মতো মলত্যাগ, আকস্মিক দেখা দেওয়া কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের অভ্যাসের আকস্মিক পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
আবার যদি কারও পায়ুপথে তাজা না গিয়ে মরা রক্ত, আমযুক্ত রক্ত, পেটে মোচড় দিয়ে পায়খানা হয়, তবে সতর্ক হতে হবে।