![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F02%2F03%2F5177_2.jpg%3Fitok%3Df4UF4HfD)
পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলা, সাত সেনাসহ নিহত ২০
এনটিভি
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছেন সাত সেনা সদস্য। সংঘর্ষে ১৩ বিদ্রোহীও নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী বড় ধরনের একটি হামলা প্রতিহত করেছে। সংঘর্ষে সাত সেনা ও ১৩ বিদ্রোহী নিহত হয়েছেন। আরও চার-পাঁচ বিদ্রোহীকে ঘিরে রাখা হয়েছে। তাদের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে।’