![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F02%2F03%2Fnarsingdi-news-pic.jpg%3Fitok%3DR_IYWIhb)
নরসিংদীতে ২ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নরসিংদীর শিবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বস্তাবন্দি লাশ উদ্ধার