হাতে পায়ে ‘ঝি ঝি ধরে’ যে কারণে

চ্যানেল আই প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪

হাতে বা পায়ে ‘ঝি ঝি ধরা’র বিষয়টি নিয়ে আমরা সবাই পরিচিত। সাধারণত হাত বা পায়ের ওপর লম্বা সময় চাপ পড়লে সাময়িক যে অসাড় অনুভূতি তৈরি হয় সেটিকেই আমরা ঝি ঝি ধরা বলে থাকি।


এই উপসর্গটিকে বইয়ের ভাষায় বলা হয় ‘টেম্পোরারি প্যারেসথেসিয়া’ এবং ইংরেজিতে এটিকে ‘পিনস অ্যান্ড নিডলস’ও বলা হয়ে থাকে।


দীর্ঘক্ষণ বসা বা শোয়ার পর যদি হাত বা পা এমন অবস্থানে বেশ কিছুক্ষণ থাকে যেখানে সেটির ওপর লম্বা সময় ধরে চাপ পড়ে, তখন ঝি ঝি ধরার সম্ভাবনা থাকে।


সাধারণত আমাদের যে ধরনের ঝি ঝি ধরার অভিজ্ঞতা হয়, তা সাময়িক এবং কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও