![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdeath-20220203162829.jpg)
ভূমধ্যসাগরে মৃত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন
মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাওয়ার উদ্দেশে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে (শরীরের তাপমাত্রা কমে যাওয়া) প্রচণ্ড ঠান্ডায় মৃত সাত বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গত ২৫ জানুয়ারি অতিরিক্ত ঠান্ডায় না ফেরার দেশে চলে যান সাত বাংলাদেশি। তাদের মরদেহ দেশে পাঠাতে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে রোম বাংলাদেশ দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রক্রিয়া শেষ করে মরদেহ দেশে পাঠাতে এখন আর কোনো সমস্যা নেই। তবে, ইতালির যে বিমানবন্দর থেকে মরদেহগুলো দেশে পাঠানো হবে সেখানে ফ্লাইটের সীমাবদ্ধতা রয়েছে। ফলে কয়েক দিন দেরি হতে পারে।