স্মার্টফোনকেই বানিয়ে নিন সিসি ক্যামেরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১০

বাজারে নতুন কোনো ফোন এলেই সেটি কেনার জন্য মন উসখুস করতে থাকে অনেকের। যারা সারাক্ষণ স্মার্টফোনে বুঁদ হয়ে থাকেন, তারা তো একটু ঘন ঘনই ফোন বদলান। তবে পুরোনো ফোনটি কি করেন? হয় বিক্রি করে দেন না হয় বাড়িতে পড়েই থাকে।


ফেলে না রেখে এটিকে কাজে লাগাতে পারেন। বাড়িতে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করছেন সবাই। তবে অনেকে সাধ্য না থাকায় উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরা কিনতে পারেন না। তারা পুরোনো স্মার্টফোনটিকেই এই কাজে লাগাতে পারেন।


স্মার্টফোন যত পুরোনোই হোক না কেন, তার ক্যামেরা এবং ইন্টারনেট কানেকশন ঠিকই থাকবে। আর সেই দুই ফিচার ব্যবহার করেই আপনার সেই ফোনটিকে একটি সিসিটিভি ক্যামেরায় রূপ দিতে পারবেন। এজন্য আপনাকে বাড়তি কোনো খরচও করতে হবে না।


প্রযুক্তি বাজারে এখন এমন অনেক অ্যাপ্লিকেশন পাবেন, যেগুলো আপনার ফোনটিকে একটি ব্র্যান্ড নিউ ওয়্যারলেস ক্যামেরার রূপ দিতে পারে। অ্যাপগুলো সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করা যায়। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও