রাজশাহীর আম বাগানে টিউলিপ
রাজশাহীতে আম বাগানের ভেতরে দৃষ্টিনন্দন টিউলিপ বাগান করে তাক লাগিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা হাসান আল সাদী পলাশ। দৃষ্টিনন্দন এ বাগান দেখতেও প্রতিদিন ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ। তবে টিউলিপ দেখতে প্রত্যেককে গুনতে হচ্ছে ৫০ টাকা।
রাজশাহী নগরী থেকে বাগানের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। নগরীর কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়ক হয়ে মিনিট বিশেকের পথ গেলেই দৃষ্টিনন্দন টিউলিপের দেখা মিলবে ‘ডিমার্স গার্ডেন’ এ। বাগানের মালিক পলাশ জানান, বড় পরিসরে ফুলের বাগান করতে গত এক বছর ধরে জায়গা খুঁজি। কয়েকটি জায়গাও পেয়েছিলাম। কিন্তু লিজ নিতে বিশাল অঙ্কের অর্থ চাওয়ায় থমকে যেতে হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টিউলিপ
- আম বাগান
- বাংলাদেশে টিউলিপ